ঈদ ঘিরে পটুয়াখালীতে নির্বাচনী হাওয়া
জনসংযোগে ব্যস্ত আ’লীগ ও বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা

মুফতী সালাহউদ্দিন, পটুয়াখালী
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৩ | ১৮:০০ | আপডেট: ২১ এপ্রিল ২০২৩ | ০৫:১৫
ঈদকে সামনে রেখে পটুয়াখালীতে রাজনৈতিক মাঠ সরগরম হয়ে উঠেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ ও বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশীরা অবস্থান করছেন নিজ নিজ এলাকায়। রমজানের শেষ দিকে এসে ইফতার পার্টির আয়োজন, নেতাকর্মী ও অনুসারীদের ঈদ উপহার প্রদান এবং হতদরিদ্রদের মধ্যে পোশাক ও খাদ্যসামগ্রী বিতরণের মাধ্যমে জনসংযোগে ব্যস্ত রয়েছেন তাঁরা।
পটুয়াখালীর চারটি নির্বাচনী এলাকায় আসন্ন সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের ঈদকেন্দ্রিক নানা তৎরপতা লক্ষ্য করা গেছে। সংসদীয় নির্বাচনী আসন অনুসারে মনোনয়নপ্রত্যাশীদের ঈদকেন্দ্রিক কার্যক্রম তুলে ধরা হলো।
পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকী): বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া ছাড়াও এ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. আফজাল হোসেন, কেন্দ্রীয় উপকমিটির সদস্য মোহাম্মদ আলী আশরাফ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং পটুয়াখালী পৌরসভা ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সুলতান আহমেদ মৃধা ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সংরক্ষিত সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন। তাঁরা সবাই প্রায়ই এলাকায় অবস্থান করছেন এবং স্থানীয়দের নিয়ে আয়োজন করছেন ইফতার মাহফিলের। প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ এবং আর্থিক অনুদান দিচ্ছেন। বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানেও যোগ দিচ্ছেন। অন্যদিকে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী এ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী সম্প্রতি এলাকায় এসে দলীয় নেতাকর্মীদের নিয়ে ইফতার ও আলোচনা সভার আয়োজন করেন। অন্য নেতাদের ঈদকেন্দ্রিক তেমন তৎপরতা দেখা যায়নি।
পটুয়াখালী-২ (বাউফল): বর্তমান সংসদ সদস্য আ স ম ফিরোজ ছাড়াও এ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি, মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ এস এম ফিরোজ আলম, কৃষক লীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামসুল হক রেজা, বাউফল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েল, শিল্পপতি হাসীব আলম তালুকদার, সাবেক ছাত্রনেতা জোবায়দুল হক রাসেল নিয়মিত এলাকায় আসছেন। তাঁরা দলীয় নেতাকর্মীদের খোঁজখবর এবং এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছন । কেউ কেউ ঈদ উপহার সামগ্রী বিতরণ করছেন। ঈদকেন্দ্রিক রাজনীতির দৌড়ে পিছিয়ে নেই বিএনপির মনোনয়নপ্রত্যাশীরাও। সাবেক এমপি শহীদুল আলম তালুকদার ঈদকে সামনে রেখে দীর্ঘদিন পর হঠাৎ মাঠে নেমেছেন এবং দলীয় নেতাকর্মীদের নিয়ে ইফতার পার্টির আয়োজন করেছেন। এলাকায় নিয়মিত জনসংযোগ করছেন বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মুনির হোসেনও।
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা): বর্তমান এমপি এস এম শাহজাদা ছাড়াও এ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী রয়েছেন আ স ম জাওয়াদ সুজন, বিজিবির সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) আবুল হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম উপকমিটির অ্যাডভোকেট ফকরুল ইসলাম মুকুল, সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর এবং যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক কামরান শহিদ প্রিন্স মহব্বত। তাঁরা সবাই নিয়মিত এলাকায় আসছেন, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। তাঁদের কেউ কেউ ঈদ উপহারও দিচ্ছেন। এ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন ছাড়া অন্য কাউকে মাঠে দেখা যাচ্ছে না।
পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী): এ আসনটির চিত্র একটু ভিন্ন। এখানে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব একাই বিভিন্ন ইউনিয়নে ছুটে বেড়াচ্ছেন, ইফতার পার্টিতে যোগ দিচ্ছেন এবং এলাকার মানুষের খোঁজখবর নিচ্ছেন। এ ছাড়া গরিব-দুস্থদের মধ্যে ঈদ উপহার বিতরণ করছেন। এ আসনে বিএনপি থেকে নিয়মিত গণসংযোগ করছেন কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।
- বিষয় :
- ঈদ
- আওয়ামী লীগ
- বিএনপি
- মনোনয়নপ্রত্যাশী
- জনসংযোগ