টেকনাফে ইয়াবা ও স্বর্ণালংকারসহ আটক ১

আটক কাশেম। ছবি: সমকাল
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৩ | ১৬:৫০ | আপডেট: ২১ এপ্রিল ২০২৩ | ১৬:৫০
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ইয়াবা ও স্বর্ণালংকারসহ মো. কাশেম (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার টেকনাফের লেজির পাড়ার বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক কাশেম টেকনাফ সাবরাংয়ের লেজির পাড়া গ্রামের আব্দু শুক্কুর ছেলে।
এ তথ্য নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান এনে ইদ্রিস নামের এক ব্যক্তির বাড়িতে মজুদ রাখা হয়। খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় বাড়ি তল্লাশি করে ৭০ হাজারটি ইয়াবা, ২০ ভরি স্বর্ণালংকার ও মাদক বিক্রির প্রায় দেড় লাখ টাকা উদ্ধার করা হয়। একই সঙ্গে কাশেমকে আটক করা হয়।
ওসি আরও বলেন, অভিযানের সময় ইয়াবা ব্যবসায়ী ইদ্রিস পালিয়ে যান।
- বিষয় :
- আটক
- কক্সবাজার
- ইয়াবা
- স্বর্ণালংকার