ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

খুলনায় স্ত্রী-ছেলে হত্যায় এক ব্যক্তির মৃত্যুদণ্ড

খুলনায় স্ত্রী-ছেলে হত্যায় এক ব্যক্তির মৃত্যুদণ্ড

খুলনা ব্যুরো

প্রকাশ: ০২ অক্টোবর ২০১৯ | ০৯:১০ | আপডেট: ০২ অক্টোবর ২০১৯ | ০৯:১৩

স্ত্রী ও ১৪ মাস বয়সী ছেলেকে রূপসা সেতু থেকে নদীতে ফেলে হত্যার দায়ে কাঠমিস্ত্রি অন্তর হোসেন রমজানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। 

বুধবার বিকেলে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন।

আইনজীবীরা জানান, ২০১৭ সালের ২৭ জুন সন্ধ্যায় নগরীর খালিশপুর এলাকার বাসিন্দা কাঠমিস্ত্রি অন্তর, তার স্ত্রী তৈয়বা বেগম এবং ১৪ মাস বয়সী ছেলে আবদুর রহিম বাসে বরিশাল রওনা হন। তৈয়বার অসুস্থতার কারণে তারা রূপসা সেতুতে নেমে যান। এরপর রাত ৯টার দিকে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে প্রথমে স্ত্রী এবং পরে ছেলেকে সেতু থেকে রূপসা নদীতে ফেলে দেন রমজান। স্থানীয়রা এ ঘটনা দেখে গণপিটুনি দিয়ে তাকে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় নিহত তৈয়বার মা রাশিদা বেগম বাদী হয়ে পরদিন রূপসা থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা রূপসা থানার এসআই হামিদুল ইসলাম ২০১৮ সালের ২০ এপ্রিল আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। ১৮ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন।

আরও পড়ুন

×