ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ঈদের জামাত আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

ঈদের জামাত আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

প্রতীকী ছবি

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৩ | ১৬:৩২ | আপডেট: ২২ এপ্রিল ২০২৩ | ১৬:৩৩

কিশোরগঞ্জের হোসেনপুরে ঈদের জামাতে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার সকালে জিনারী ইউনিয়নের বীর কাটিহারী গ্রামের দক্ষিণ পাড়া ঈদগাহে ঘটনাটি ঘটে।

নিহত নজরুল ইসলাম (৪৫) বীর কাটিহারী গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল  টার দিকে বীর কাটিহারী ঈদগাহে আগে-পরে ঈদের জামাত আদায়কে কেন্দ্র করে একই গোষ্ঠীর দুটি পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং এক পর্যায়ে সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় প্রতিপক্ষের ছুড়ে মারা ইটপাটকেল নিক্ষেপ ও মারপিটে নজরুল ইসলামসহ অন্তত ২০ জন আহত হন। গুরুতর আহত নজরুল ইসলামকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ছাড়া গুরুতর আহত আবু তাহের (৬০), জুহান (২০) ও সাব্বির (১৮) হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসাধীন রয়েছেন। আশংকাজনক অবস্থায় আবুল হক (৫৫) ও ফাইজুল ইসলামকে (৩০) উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতরা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন। 

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু জানান, এ ব্যাপারে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান, ঘটনার সময় উভয় পক্ষ পরস্পরের ঘরবাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক বলে জানান তিনি।

পুলিশ নিহত নজরুল ইসলামের মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ  মর্গে পাঠিয়েছে।

আরও পড়ুন

×