কেন্দ্রীয় কৃষকদল নেতা গ্রেপ্তার

প্রতীকী ছবি
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৩ | ০৯:১২ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৩ | ০৯:১২
জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় যুগ্মসম্পাদক ইশতিয়াক আহমেদকে বাজিতপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাজিতপুর থানার ওসি শফিকুল ইসলাম জানিয়েছেন, এটি একটি অরাজনৈতিক মামলার ২০১৭ সালের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। রোববার সন্ধ্যায় বাজিতপুরের বামনগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জানান, ইশতিয়াক আহমেদের বিরুদ্ধে ঢাকার একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তিনি জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ছিলেন। বর্তমানে কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্মসম্পাদক। তার বাড়ি বাজিতপুরেই বলে জানিয়েছেন মাজহারুল ইসলাম।