তাহিরপুরে রাতভর নির্যাতনে যুবককে হত্যার অভিযোগ

ফাইল ছবি
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৩ | ১৫:১৬ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৩ | ১৫:১৬
সুনামগঞ্জের তাহিরপুরে পূর্বশত্রুতার জেরে এক যুবককে রাতভর নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার গভীর রাতে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাকিব রহমান (২৫) ওই গ্রামের মুজিবুর মিয়ার ছেলে।
মুজিবুর মিয়া জানান, সোমবার রাত ১১টার দিকে গ্রামের রাফি, নুরুজ আলী, মহিনুর, মোশাহিদ, রাজুসহ অন্তত ১০-১২ জন তার ছেলেকে স্থানীয় মোশাররফ হোসেন তালুকদারের বাড়িতে নিয়ে যায়। সেখানে মোশাররফের নির্দেশে তারা সাকিবকে পিটিয়ে হাত-পা ভেঙে দেয় এবং নখ উপড়ে ফেলে। খবর পেয়ে রাত ১টার দিকে তিনি ওই বাড়িতে গেলে তার ওপরও হামলা করে। আত্মরক্ষার্থে ওই সময় তিনি পালিয়ে আসেন।
তিনি আরও জানান, মঙ্গলবার সকালে তাহিরপুর থানার এক পুলিশ সদস্য তাকে জানান, সাকিবকে তাহিরপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে সেখানে গিয়ে ছেলেকে না পেয়ে সুনামগঞ্জ হাসপাতালে যান। সেখানেও ছেলের খোঁজ পাননি। পরে জানতে পারেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে তার ছেলে। তবে সেখানে গিয়ে সাকিবকে মৃত অবস্থায় পান।
এ বিষয়ে জানতে অভিযুক্ত মোশাররফের মোবাইল ফোন নম্বরে একাধিকবার কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।
তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন জানান, ঘটনার বিষয়ে এখনই বেশি কিছু বলা যাচ্ছে না। জড়িতদের আটক করতে পুলিশ কাজ করছে।