নগরকান্দায় বিষ পানে যুবকের আত্মহত্যা

ফরিদপুর অফিস ও নগরকান্দা প্রতিনিধি
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৩ | ০৪:৪৫ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৩ | ০৪:৪৫
সাগর মোল্যা উপজেলার শহীদনগর ইউনিয়নের চর ছাগলদী গ্রামের আরব আলী মোল্যার ছেলে।
সাগরের বাবা আরব আলী মোল্যা জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশে মেহগনি বাগানে গিয়ে তার ছেলে বিষপান করেন। এক পর্যায়ে তিনি বিষের যন্ত্রণায় ছটফট শুরু করেন। সাগরের চিকিৎকার শুনে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই সাগরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থা অবনতি হওয়ায় চিকিৎসক তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ঢাকা নেওয়ার পথেই বৃহস্পতিবার সকালে সাগরের মৃত্যু হয়।
তবে কী কারণে সাগর বিষপান করেছেন তা বলতে পারেননি তার বাবা।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- বিষপানে আত্মহত্যা
- বিষপান
- ঢাকা
- ফরিদপুর