কৃষকের ধান কেটে দিল স্বেচ্ছাসেবক লীগ

প্রতীকী ছবি
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৩ | ২১:৫৭ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৩ | ২১:৫৭
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার গাদিঘাট গ্রামের আড়িয়ল বিলে কৃষকের ধান কেটে দিয়েছে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। শুক্রবার বিলে স্থানীয় জিল্লুর রহমানের জমির ধান কাটেন তাঁরা। পরে ২০০ কৃষকের মাঝে লুঙ্গি বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টু, শ্রীনগর উপজেলার সভাপতি নিশাদ সিকদার, সাধারণ সম্পাদক হামিদুল্লাহ খান মুন প্রমুখ।
গাজী মেজবাউল হোসেন সাচ্চু বলেন, এ মাসটি দুর্যোগপ্রবণ। অতিবৃষ্টি, অনাবৃষ্টি ও ঘূর্ণিঝড় হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন যার যার অবস্থান থেকে কৃষকদের সহায়তা করতে। যাঁর জমিতে ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছে না, তাঁর ধানগুলো কেটে মাড়াই করে ঘরে পৌঁছে দেওয়ার জন্য বলেছেন। এরই অংশ হিসেবে স্বেচ্ছাসেবক লীগ ধান কেটে বাড়ি পৌঁছে দেওয়ার কার্যক্রমের সূচনা করল।
- বিষয় :
- মুন্সীগঞ্জ
- শ্রীনগর
- ধান
- ধান কাটা