জগন্নাথপুরে সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ৫

প্রতীকী ছবি
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৩ | ১৫:৫৭ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৩ | ১৫:৫৭
সুনামগঞ্জের জগন্নাথপুরে দু’পক্ষের সংঘর্ষে সৈয়দ জামাল মিয়া (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হন। শুক্রবার রাত ৯টার দিকে সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর ঈশানকোনা গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, ঈশানকোনা গ্রামের সৈয়দ আলমগীর মিয়া ও সৈয়দ হোসাইন আহমেদের লোকজনের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সন্ধ্যায় দু’পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাতে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সৈয়দ জামাল মিয়া (৪৫), সৈয়দ গফর আহমেদ শিপু (২৮), সৈয়দ সেলু মিয়া (৫৫), সৈয়দ হোসাইন মিয়া (৩০), সৈয়দ আনহার মিয়া (৬০) ও সৈয়দ আমিন মিয়া (৬৫) গুলিবিদ্ধ হন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। শুক্রবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ জামাল মিয়া মারা যান।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আওলাদ তালুকদার মুগ্ধ জানান, আহতদের শরীরের বিভিন্ন স্থানে ছররা গুলির চিহ্ন ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের সিলেট ওসমানীতে রেফার করা হয়।
জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, উভয়পক্ষই পরস্পর আত্মীয়স্বজন। আধিপত্যের দ্বন্দ্ব নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। যার জেরে হামলায় একজনের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।