ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ট্রেনে কাটা পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

ট্রেনে কাটা পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রতীকী ছবি

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২৩ | ০৯:৩৮ | আপডেট: ০৪ মে ২০২৩ | ০৯:৩৮

দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে মো. হামিদুর রহমান (৪০) ও সুশান্ত বর্মণ (৩৯) নামের দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার উপজেলার হামিদপুর ইউনিয়নের মোবারকপুর রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত হামিদুর রহমান কুড়িগ্রামের উলিপুর উপজেলার জনতার হাট মুসলিম পাড়া গ্রামের মৃত আনছার আলীর ছেলে। আর সুশান্ত বর্মণ জলঢাকা উপজেলার পাটোয়ারী পাড়া গ্রামের মোহন রায়ের ছেলে।

প্রত্যক্ষদর্শীর জানান, বৃহস্পতিবার পার্বতীপুর থেকে খুলনাগামী ট্রেনে দুই মোটরসাইকেল আরোহী কাটা পড়ে নিহত হয়েছেন। 

পার্বতীপুর রেলওয়ে থানার ওসি একেএম নুরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিহতদের পরিবারকে জানানো হয়েছে। পরিবারের লোকজন এলে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় রেল থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

×