ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

লঞ্চ থেকে পড়ার ১০ ঘণ্টা পর নারীকে জীবিত উদ্ধার

লঞ্চ থেকে পড়ার ১০ ঘণ্টা পর নারীকে জীবিত উদ্ধার

উদ্ধার হওয়া জহুরা বেগমকে ঘিরে তার স্বজনদের আহাজারি। ছবি-সমকাল

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২৩ | ১০:৪১ | আপডেট: ০৪ মে ২০২৩ | ১২:২২

চলন্ত লঞ্চ থেকে পড়ে নিখোঁজের ১০ ঘণ্টা পর জহুরা বেগম নামে এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কোস্ট গার্ডের মিডিয়া সহকারী রুবেল পারভেজ এ তথ্য জানান।

জানা যায়, শরীয়তপুর জেলার গোসাইরহাটের মিত্রসেন পট্টির লঞ্চ ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এম ভি ঈগল-৩ লঞ্চ থেকে গতকাল (বুধবার) রাত সাড়ে এগারোটার সময় নদীতে পড়ে নিখোঁজ হয় জহুরা বেগম। নিখোঁজের ১০ ঘণ্টা পর আজ সকাল সাড়ে ৯টায় তাকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। এই রুট দিয়ে গোসাইরহাটসহ বরিশালের মুলাদী অঞ্চলের যাত্রীরা যাতায়াত করেন। ওই নারী তার স্বামী জহিরুলের সঙ্গে গোসাঁইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নে বেড়াতে আসেন। তারা স্থায়ীভাবে নারায়ণগঞ্জে বসবাস করেন।

গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম শিকদার বলেন, লঞ্চ থেকে পড়ে যাওয়া নারী একটি চরে আটকে ছিলেন। তিনি বর্তমানে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। জিজ্ঞাসাবাদে জহুরা বেগম জানিয়েছেন, পানের সঙ্গে সুপারি-জর্দা বেশি খাওয়ার কারণে মাথা ঘুরে তিনি নদীতে পড়ে যান। তিনি পড়ে যাওয়ার সময় তার স্বামী জহিরুল ও সন্তান ঘুমিয়ে ছিলেন। পরবর্তীতে তারা বুঝতে পেরে বিষয়টি সবাইকে জানান।  


আরও পড়ুন

×