ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

মাকে বাঁচাতে গিয়ে ভাইকে খুন

মাকে বাঁচাতে গিয়ে ভাইকে খুন

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২৩ | ১৮:০০

নরসিংদীর শিবপুরে মাকে মারধর করতে গিয়ে ছোট ভাইয়ের হাতে খুন হয়েছেন তারিকুল ভূঁইয়া (২৭)। তাঁর ভাই তারেক ভূঁইয়ার (২৪) বিরুদ্ধে এই খুনের অভিযোগ উঠেছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে শিবপুর থানার ওসি ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে বুধবার রাত ৮টার দিকে উপজেলার আয়ুবপুর ইউনিয়নের আধঘাটিয়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত তারিকুল ভূঁইয়া শিবপুর উপজেলার আধঘাটিয়া গ্রামের মৃত ফজলুল হকের ছেলে। ঘটনার পর থেকে পলাতক তারেক ভূঁইয়া।

নিহতের পরিবারের সদস্যরা জানান, বুধবার রাতে বাড়িতে ঘুমাচ্ছিলেন তারিকুল ভূঁইয়া। এ সময় তাঁর মা এসে মাদ্রাসায় পড়ুয়া ছোট ছেলে তানভীরকে (৯) রাতের খাবার দিয়ে আসতে বলেন। খাবার দিয়ে আসতে পারবে না বলে মায়ের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে তারিকুল।

এক পর্যায়ে মাকে মারধর করতে থাকে। মায়ের চিৎকার শুনে পাশের কক্ষ থেকে ছুটে গিয়ে কাঠ দিয়ে তারিকুলের মাথায় আঘাত করে তারেক ভূঁইয়া। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারিকুলের মৃত্যু হয়।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এখনও মামলা হয়নি। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন

×