মহেশপুর সীমান্তে দুই কেজি স্বর্ণসহ আটক ২

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ০৫ মে ২০২৩ | ১৩:৪৫ | আপডেট: ০৫ মে ২০২৩ | ১৩:৪৫
ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজীরবেড় এলাকা থেকে স্বর্ণের বারসহ দু’জনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়।
আটক দু'জন হলো– উপজেলার পলিয়ানপুর গ্রামের প্রয়াত সাদির আলী মণ্ডলের ছেলে আছানুর মণ্ডল ও প্রয়াত চয়ন মণ্ডলের ছেলে নবিছদ্দি মণ্ডল। তাদের কাছ থেকে ২০ পিস স্বর্ণের বার জব্দ করা হয়েছে, যার ওজন ২ কেজি ৩৩১ গ্রাম।
শুক্রবার ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়নের পরিচালক মাসুদ পারভেজ রানা এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলার মহেশপুর এলাকা থেকে পলিয়ানপুর সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে– এমন সংবাদে কাজীরবেড় গ্রামের মাঠে অভিযান চালায় বিজিবি। এ সময় সীমান্তের দিকে আসা আছানুর মণ্ডল ও নবিছদ্দি মণ্ডলকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।