চমেক হাসপাতালে টেলিমেডিসিন সেবা চালু

ফাইল ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ৩০ মার্চ ২০২০ | ০৬:৪২
ট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে টেলিমেডিসিন সেবা চালু করা হয়েছে। রোগীদের দ্রুত সেবা নিশ্চিত করতে টেলিমেডিসিন সেবার জন্য দুটি হটলাইন নম্বরও চালু করা হয়েছে। সোমবার বিকেল থেকে এসব সেবা চালু করা হয়। এছাড়া হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তাদের যাতায়াতের সুবিধার্তে তিনটি বিআরটিসি বাস সার্ভিস চালু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এসএম হুমায়ুন কবীর সমকালকে বলেন, ‘করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতিতে মানুষ গৃহবন্ধী হয়ে পড়েছেন। এই অবস্থায় ঘরে বসে মানুষ যাতে প্রাথমিক চিকিৎসা সেবা পেতে পারেন সেজন্য টেলিমেডিসিন সেবা চালু করা হয়েছে। টেলিমেডিসিন সেবার জন্য দুটি হটলাইন নম্বর চালু করা হয়েছে। এর মাধ্যমে যেসব রোগীর সামান্য শারীরিক সমস্যার জন্য হাসপাতালে আসতে হতো তা এখন আর প্রয়োজন হবে না। ফোনে চিকিৎসকদের সঙ্গে কথা বলেই সমস্যার সমাধানের পাশাপাশি পরামর্শ পাবেন রোগীরা।’
তিনি জানান, সড়কে এখন গণপরিবহণ নেই। তাই হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তাদের যাতায়াতের সুবিধার্তে তিনটি বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সেবাগ্রহীতাদের মাঝে চিকিৎসা সেবা পৌঁছে দিতেই এ সব উদ্যোগ নেওয়া হয়েছে।
চমেক হাসপাতালের টেলিমেডিসিন সেবা পেতে ২৪ ঘণ্টা যে কেউ ০১৮১৮-৯৯২৬৫৭ ও ০১৯৪০-২৩৩০৭৯ এই দুটি ফোন নম্বরে যোগাযোগ করে চিকিৎসা সেবা নিতে পারবেন।
এদিকে শিশুদের সংকটময় মুহুর্তে চিকিৎসা সেবা দেওয়ার জন্য টেলিসেবা দেওয়ার উদ্যোগ নিয়েছেন চট্টগ্রামের শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বাসনা মুহুরী।
তিনি সমকালকে বলেন, ‘প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ০১৮১৯-৩১৯৫৫৯ নম্বরে যোগাযোগ করে চিকিৎসা সেবা নিতে পারবেন চিকিৎসাপ্রার্থীরা। বর্তমান এ সংকটময় মুহুর্তে তাৎক্ষনিক প্রয়োজনীয় চিকিৎসা সেবা পৌঁছে দিতেই এমন উদ্যোগ নিয়েছি।’