ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

চট্টগ্রামে ডায়রিয়ার কারণ অনুসন্ধানে আইইডিসিআর দলের কাজ শুরু

চট্টগ্রামে ডায়রিয়ার কারণ অনুসন্ধানে আইইডিসিআর দলের কাজ শুরু

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৮ মে ২০২৩ | ১৩:৩২ | আপডেট: ০৮ মে ২০২৩ | ১৩:৩২

চট্টগ্রাম মহানগরসহ বিভিন্ন উপজেলায় দেখা দেওয়া ডায়রিয়ার প্রকোপের কারণ অনুসন্ধানে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) দল মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে।

আজ সোমবার ১২ সদস্যের প্রতিনিধি দলটি কাজ শুরু করে। এর আগে গতকাল রোববার রাতে তাঁরা চট্টগ্রামে পৌঁছান।

চট্টগ্রামে ডায়রিয়ার কারণ অনুসন্ধানে আইইডিসিআরের পরিচালক বরাবর চিঠি পাঠিয়েছিলেন জেলা সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী। এর পরিপ্রেক্ষিতেই দলটি চট্টগ্রামে এসেছে বলে জানা গেছে।

সিভিল সার্জন ইলিয়াছ চৌধুরী জানান, প্রতিনিধি দলটির সঙ্গে বৈঠক করে বিভিন্ন তথ্য-উপাত্ত দিয়েছেন। এ ছাড়া দলটির সদস্যরা মহানগর ও উপজেলার হাসপাতালে গিয়ে আক্রান্তদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। প্রয়োজনে তারা বাসা-বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহসহ অনুসন্ধান করবেন। মাঠ পর্যায়ে তদন্ত শেষে তিন কর্মদিবসের মধ্যে দলটি প্রতিবেদন দেবে। সেই মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, আইইডিসিআরের মেডিকেল কর্মকর্তা ডা. জাহিদুর রহমান দলটির সুপারভাইজার হিসেবে রয়েছেন। এতে চিকিৎসক, গবেষক ছাড়াও মেডিকেল টেকনোলজিস্ট রাখা হয়েছে। 

আরও পড়ুন

×