লামায় বন্যহাতির আক্রমণে কৃষক নিহত

প্রতীকী ছবি।
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: ০৮ মে ২০২৩ | ১৪:৪৭ | আপডেট: ০৮ মে ২০২৩ | ১৪:৪৭
লামায় বন্যহাতির আক্রমণে আক্তার হোসেন (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের পাহাড়ি কুমারী চাককাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আক্তার চাককাটা গ্রামের বাসিন্দা মৃত ছিদ্দিক আহমদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার গভীর রাতে আক্তার হোসেনের বাড়িতে একটি বন্যহাতি ঢুকে গাছের আম ও স্তূপ করা পাকা ধান খাওয়া শুরু করে। হাতির উপস্থিতি টের পেয়ে আক্তার হোসেন ঘর থেকে টর্চ লাইট নিয়ে বের হন। এ সময় হাতির কবলে পড়ে গুরুতর আহত হন তিনি। প্রতিবেশীদের সহযোগিতায় স্বজনরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বন্যহাতির আক্রমণে ভুক্তভোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক শহীদুল ইসলাম বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই আক্তার হোসেনের মৃত্যু ঘটে।
এ বিষয়ে লামা বিভাগীয় বন কর্মকর্তা মো. আরিফুল হক বেলাল জানান, আক্তার হোসেনের পরিবারকে বন বিভাগের বিধি অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে।
লামা থানার ওসি মো. শহীদুল ইসলাম জানান, কোনো অভিযোগ না থাকায় আক্তার হোসেনের মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
- বিষয় :
- বন্যহাতির আক্রমণ
- নিহত
- চট্টগ্রাম
- বান্দরবান
- লামা