কাভার্ডভ্যানের পেছনে মালবোঝাই ট্রাকের ধাক্কা, প্রাণ গেল চালকের

প্রতীকী ছবি
সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৯ মে ২০২৩ | ১২:০৪ | আপডেট: ০৯ মে ২০২৩ | ১২:০৪
ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে মাল বোঝাই ট্রাকের ধাক্কায় একটি কাভার্ডভ্যানের চালক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৫টার দিকে সিরাজদীখান উপজেলার কেয়াইন ইউনিয়নের ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া ফ্লাইওভারে এ দুর্ঘটনায় আহত হয়েছেন কাভার্ডভ্যানে থাকা আরও দুইজন।
নিহতের নাম মো. ইব্রাহীম (৩৫)। তার বাড়ি ভোলাতে।
হাসাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. জামিল হোসেন বলেন, ঢাকাগামী একটি কাভার্ডভ্যানকে ঢাকাগামী অপর একটি মালবোঝাই ট্রাক পেছন থেকে সজোরে ধাক্কা দিলে কাভার কাভার্ডভ্যানটি উল্টে যায়। এ সময় কাভার্ডভ্যানের চালক ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় আহত দুজনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।