ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বরিশাল সিটি নির্বাচন

মনোয়নপত্র জমা দিলেন জাপার প্রার্থী তাপস

মনোয়নপত্র জমা দিলেন জাপার প্রার্থী তাপস

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১৫ মে ২০২৩ | ১২:৩২ | আপডেট: ১৫ মে ২০২৩ | ১২:৩২

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) মনোনীত মেয়র পদপ্রার্থী ইকবাল হোসেন তাপস মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার রিটানিং কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। 

মনোনয়নপত্র জমা শেষে তাপস সাংবাদিকদের বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ওপর জনগণের আস্থা নেই। সিটি ভোট আস্থা ফেরানোর নির্বাচন। নির্বাচন কমিশনকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে। ভোটগ্রহণ করতে হবে ব্যালটের মাধ্যমে। নির্বাচিত হতে পারলে জনগণের ওপর থেকে ট্যাক্সের বোঝা কমানো এবং নাগরিকদের যথাযথ সম্মান দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল, যুগ্ম আহ্বায়ক কামরুল জামান চৌধুরী, কামাল তালুকদার, মো. মোরশেদ ফোরকান প্রমুখ।

রিটানিং কর্মকর্তা কার্যালয়ের তথ্য প্রদানকারী কর্মকর্তা রাজীব চন্দ্র পাল জানান, গতকাল পর্যন্ত চারজন মেয়র প্রার্থী মনোনয়পত্র জমা দিয়েছেন। জাপার প্রার্থী তাপস ছাড়া অন্যরা হলেন–আওয়ামী লীগের আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত, জাকের পার্টির মিজানুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান বাচ্চু। মনোনয়নপত্র ক্রয় করেছেন মোট ১০ জন।

আরও পড়ুন

×