ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

আচরণবিধি লঙ্ঘন: বরিশালে ৬ কাউন্সিলর প্রার্থীকে অর্থদণ্ড

আচরণবিধি লঙ্ঘন: বরিশালে ৬ কাউন্সিলর প্রার্থীকে অর্থদণ্ড

মনোনয়নপত্র দাখিলের আগে এক কাউন্সিলর প্রার্থী শোডাউন - সমকাল

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১৬ মে ২০২৩ | ১৪:০৮ | আপডেট: ১৬ মে ২০২৩ | ১৪:০৮

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করতে এসে নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন করায় ৬ কাউন্সিলর প্রার্থীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে জরিমানা হিসেবে মোট ৬৮ হাজার ৫০০ টাকা আদায় করা হয়।

আজ মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সংলগ্ন সড়কে আচরণবিধি লঙ্ঘন করায় তাদের এ অর্থদণ্ড দেওয়া হয়।

জানা যায়, ওই ৬ কাউন্সিলর প্রার্থী বিপুলসংখ্যক কর্মী-সমর্থক নিয়ে মনোনয়নপত্র জমা দিতে যান। রিটার্নিং কর্মকর্তার দপ্তরের প্রধান ফটক দিয়ে প্রবেশের আগে তারা নানাভাবে ফটোসেশন করেন। এ সময় সেখানে দায়িত্বরত জেলা প্রশাসনের ৩ জন ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত প্রার্থীদের অর্থদণ্ড দেন।

এর মধ্যে ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শেখ আনোয়ার হোসেন ও ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শহিদ খানকে ২০ হাজার টাকা করে এবং ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও বর্তমান কাউন্সিলর জাকির হোসেন ভুলুকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ ছাড়া আরও ৩ প্রার্থীকে ২৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। 

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এম রাকিবুল হাসান, আবিদ আবদুল্লাহ ও মো. মঈনউদ্দিন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

তারা জানান, প্রার্থীদের আচারণবিধি মেনে চলার বিষয়ে আগেই সতর্ক করে দেওয়া হয়েছিল। তারপরও বিধি লঙ্ঘন করায় তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।

আরও পড়ুন

×