ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

নিয়মবহির্ভূত ব্যবহার

সরকারি গাড়ি দুর্ঘটনা ঢাকতে ‘মিথ্যা জিডি’

সরকারি গাড়ি দুর্ঘটনা ঢাকতে  ‘মিথ্যা জিডি’

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ি। ছবি: সমকাল

কিশোরগঞ্জ ও কটিয়াদী প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১৭ মে ২০২৩ | ০৬:২১

নিয়মবহির্ভূতভাবে এক কর্মকর্তা সরকারি গাড়ি ব্যবহার করার সময় সেটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে নিজের অপরাধ আড়াল করতে তিনি কটিয়াদী থানায় মিথ্যা সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্ত কমিটি হয়েছে। গাড়িটি কিশোরগঞ্জের একটি ওয়ার্কশপে মেরামত করা হচ্ছে বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাজরিনা তৈয়ব গত ৩ মে তাঁর সরকারি পাজেরো গাড়িতে (ঢাকা মেট্রো-ঘ-১৮-৫৬৩৮) করে ঢাকায় যান। পরে খালি ফেরত আসার সময় বিকেলে নরসিংদীর শিবপুর এলাকায় গাছের সঙ্গে ধাক্কা লেগে এর ব্যাপক ক্ষতি হয়।

ঘটনাটি আড়াল করতে তাজরিনা তৈয়ব পরদিন কটিয়াদী থানায় একটি জিডি করেন। এতে থানার আচমিতা এলাকায় দুর্ঘটনা ঘটেছে, এমন উল্লেখ আছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

এ ঘটনায় ডেপুটি সিভিল সার্জন এস এম তারেক আনামকে নিয়ে তদন্ত কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন সাইফুল ইসলাম। দুর্ঘটনাটি শিবপুরে ঘটেছে বলে তিনি নিশ্চিত করেছেন। তদন্ত শেষ করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে প্রতিবেদন পাঠানো হবে বলে জানান তিনি।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাজরিনা তৈয়ব ঘটনার জন্য কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়েছেন বলে জানিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, এমন কাজ আর কখনও করবেন না বলে তদন্ত কমিটির কাছে অঙ্গীকার করেছেন।

আরও পড়ুন

×