চাকরি স্থায়ীকরণ দাবিতে বশেমুরবিপ্রবি'র ভিসি তালাবদ্ধ

করিডোরে শুয়ে চাকরি স্থায়ীকরণের দাবিতে স্লোগান দেয় দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীরা। ছবি-সমকাল
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৭ মে ২০২৩ | ১৯:১৮ | আপডেট: ১৭ মে ২০২৩ | ১৯:১৮
চাকরি স্থায়ীকরণের দাবিতে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ভিসিকে তিন ঘণ্টা তালাবদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে।
বুধবার সকাল ১০টার দিকে ভিসিকে স্মারকলিপি দেওয়া শেষে দৈনিক মজুরিভিত্তিক ১৩৪ কর্মচারী ভিসির কলাপসিবল গেট তালাবদ্ধ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী কর্মচারীরা কলাপসিবল গেট ভেঙে ভিসি অধ্যাপক ড. একিউএম মাহবুবকে উদ্ধার করেন।
দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীরা করিডোরে শুয়ে চাকরি স্থায়ীকরণের দাবিতে নানা স্লোগান দেন। কিন্তু ভিসি তাঁদের সঙ্গে কথা না বলে বেরিয়ে যান।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি অধ্যাপক ড. খোন্দকার নাসির উদ্দিনের মেয়াদে বিভিন্ন কাজের জন্য দৈনিক মজুরিভিত্তিক ১৫২ কর্মচারী নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে ১৮ জনকে স্থায়ীকরণ করা হয়। বাকি ১৩৪ কর্মচারী চাকরি স্থায়ীকরণের দাবিতে বিভিন্ন সময় নানা কর্মসূচি পালন করে আসছেন। তখন বর্তমান ভিসি এসব কর্মচারীকে স্থায়ীকরণে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেন।
দৈনিক মজুরিভিত্তিক ঝাড়ুদার রিক্তা বেগম বলেন, বর্তমান ভিসির মেয়াদ ২ বছর ৮ মাস পেরিয়ে গেলেও মাত্র ১৮ জনের চাকরি স্থায়ী করা হয়েছে। বাকি ১৩৪ জন পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। তাঁরা চান নিয়োগের মাধ্যমে তাঁদের চাকরি স্থায়ী করা হোক।
সিকিউরিটি গার্ড মোহাম্মদ আলী জানান, তাঁরা দীর্ঘ ৭-৮ বছর দৈনিক মজুরিভিত্তিক কাজ করছেন। বিভিন্ন সময় চাকরি স্থায়ীকরণের আশ্বাস দেওয়া হলেও করা হয়নি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দলিলুর রহমান জানান, এর আগে ১৩৪ জনের চাকরি স্থায়ী করার দাবিতে তাঁরা চিঠি দিয়েছিলেন। তিনি সেটি ভিসির দপ্তরে পাঠান। ভিসি তাঁদের নিয়োগ স্থায়ী করার জন্য ইউজিসিতে চিঠি লিখেছেন। ইউজিসি পদ সৃষ্টি করলেই তাঁদের চাকরি স্থায়ী করা হবে।
- বিষয় :
- বশেমুরবিপ্রবি
- ভিসি
- তালাবদ্ধ
- চাকরি স্থায়ীকরণ