যমজ শিশু বেড়ে উঠবে ছোটমণি নিবাসে

নবজাতক শিশুদের ঢাকার আজিমপুর ছোটমণি নিবাসে পাঠানোর সিদ্ধান্ত। ছবি-সমকাল
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ১৭ মে ২০২৩ | ২০:৫৯ | আপডেট: ১৭ মে ২০২৩ | ২০:৫৯
ময়মনসিংহের ফুলপুরে মানসিক ভারসাম্যহীন নারীর যমজ সন্তানকে আজিমপুর ছোটমণি নিবাসে পাঠানো হয়েছে। উপজেলা শিশুকল্যাণ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বুধবার শিশু দুটিকে সেখানে পাঠানো হয়। সেখানেই বেড়ে উঠবে পিতৃ পরিচয়হীন যমজ বোন।
জানা গেছে, প্রায় এক বছর ধরে ফুলপুর উপজেলার আমুয়াকান্দা ও পৌর বাসস্টেশন এলাকায় অবস্থান করছিলেন মানসিক ভারসাম্যহীন এক নারী। গত ১৪ মে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যমজ সন্তানের জন্ম দেন তিনি। পরদিন হাসপাতালের বারান্দার মেঝেতে নবজাতক দুটি রেখে চলে যান ওই নারী। পরে অনেক খোঁজাখুঁজি করেন তাঁর চিকিৎসায় সহায়তা করা তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি তপু রায়হান রাব্বি। কিন্তু পাওয়া যায়নি। এর মধ্যে যমজ শিশুদের দত্তক নিতে অন্তত ২০টি আবেদন পড়ে উপজেলা প্রশাসনে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকা যমজ নবজাতকের বিষয়ে সিদ্ধান্ত নিতে গত মঙ্গলবার উপজেলা শিশুকল্যাণ বোর্ডের সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে সভায় নবজাতক শিশুদের ঢাকার আজিমপুর ছোটমণি নিবাসে পাঠানোর সিদ্ধান্ত হয়। একই সঙ্গে মানসিক ভারসাম্যহীন নারীকে পাওয়া গেলে তাঁকে ভবঘুরে আশ্রয়কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত হয় বলে জানান উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিহাব উদ্দিন খান।