ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

নরসিংদীতে স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

নরসিংদীতে স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৩ | ১৬:০৭ | আপডেট: ১৮ মে ২০২৩ | ১৬:০৮

নরসিংদীতে স্ত্রী ও ১৬ মাস বয়সী ছেলে সন্তানকে হত্যার দায়ে স্বামী ফখরুল ইসলামকে (৩১) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে আদালত তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন।

বৃহস্পতিবার দুপুরে নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফখরুল ইসলাম সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া গ্রামের মো. সাইফুল্লাহর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালে নরসিংদী শহরের পূর্ব দত্তপাড়ার মো. পারভেজ মিয়ার মেয়ে রেশমী আক্তারের সঙ্গে ঘোড়াদিয়া এলাকার ফখরুল ইসলামের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের এক ছেলে সন্তানের জন্ম হয়। বিয়ের পর থেকেই স্ত্রী রেশমীর কাছ থেকে টাকা-পয়সার জন্য চাপ দিতেন স্বামী ফখরুল ইসলাম। এ নিয়ে তাদের সংসারে কলহ-বিবাদ লেগেই থাকত।

২০২১ সালের ১৩ ডিসেম্বর গভীর রাতে গৃহবধূ রেশমী আক্তার ও তার ১৬ মাস বয়সী ছেলের গোঙানির শব্দ শুনতে পান পরিবারের সদস্যরা। বাড়ির লোকজন ওই ঘরের দরজায় ঢুকতে চাইলে দরজা খুলে পালিয়ে যান স্বামী ফখরুল ইসলাম। পরে ঘরে ঢুকে খাটের ওপর স্ত্রী রেশমী আক্তার ও তার ১৬ মাসের ছেলে ফাহিম মাহমুদ সালমানের গলাকাটা মরদেহ দেখতে পায় বাড়ির লোকজন। খবর পেয়ে পুলিশ দু'জনের মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহত রেশমীর বাবা মো. পারভেজ মিয়া বাদী হয়ে ফখরুল ইসলামকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরে ওই রাতেই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ফখরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

আদালতে ফখরুল ইসলাম ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি ফখরুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। মামলায় মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন বিচারক।

আরও পড়ুন

×