সব মাদ্রাসা-কিন্ডারগার্টেনে স্কাউট দল গঠন করা হবে: কমিশনার

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন বাংলাদেশ স্কাউটসের কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান। ছবি-সমকাল
যশোর অফিস
প্রকাশ: ১৯ মে ২০২৩ | ১০:৪০ | আপডেট: ১৯ মে ২০২৩ | ১০:৪০
দেশের সকল মাদ্রাসা-কিন্ডারগার্টেনে স্কাউট দল গঠন করা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন ও বাংলাদেশ স্কাউটসের কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান।
শুক্রবার দুপুরে যশোর সদরের পুলেরহাটস্থ আঞ্চলিক স্কাউট কেন্দ্রে খুলনা অঞ্চলের শাপলা কাব অ্যাওয়ার্ড ও প্রেসিডেন্ট'স স্কাউট অ্যাডওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা জানান।
ড. মো. মোজাম্মেল হক খান বলেন, বাংলাদেশ স্কাউটস এশিয়া মহাদেশে তৃতীয় অবস্থানে রয়েছে। গর্বের বিষয় এটির অবস্থান সারা বিশ্বেও তৃতীয়। আমরা যে লক্ষে কাজ করছি আগামী ২০৩০ সালের মধ্যে আমরা বিশ্বে দ্বিতীয় স্থানে দাঁড়াবো। যে জায়গায় স্কাউটের দল নাই। সেখানে দল গঠনের সিদ্ধান্ত নিয়েছি। সেই প্রক্রিয়াতেই দেশের সকল মাদ্রাসা-কিন্ডারগার্টেনে স্কাউট দল গঠন করা হবে। এমনকি পথ শিশুদের নিয়েও কাজ করবে বাংলাদেশ স্কাউট।
তিনি বলেন, স্কাউটের বয়স ৫০ বছর হয়েছে। ইতোমধ্যে আমরা সুবর্ণজয়ন্তী পালন করেছি। আমাদের খেয়াল রাখতে হবে ৫০ বছর আগে আমাদের সদস্য ছিল ৫০ হাজার। আজকে সেটি দাঁড়িয়েছে ২২ লাখ ৩৪ হাজারে। আমরা ঘোষণা দিয়েছি আগামী ২০৩০ সালের মধ্যে প্রতিটি স্কুলে দুটি করে দল গঠন করার। তার পরে এটি দাঁড়াবে ৫০ লাখে।
স্কাউটের কার্যক্রমের প্রশংসা করে ড. মো. মোজাম্মেল হক খান বলেন, স্কাউটের মাধ্যমে আগামী বাংলাদেশের দক্ষ ও যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে। এ জন্য নিজেদেরকে সামাজিকভাবে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। শিক্ষার্থীদের মানবিক শক্তি অর্জন করতে হবে। তাদের গতি হবে শেকড় থেকে শিখর পর্যন্ত। আজকে যারা পুরস্কার পেয়েছে এই অর্জনের ধারা অব্যাহত রাখতে হবে। মনে রাখতে হবে অর্জনেরও শেষ নেই, চেষ্টারও শেষ নেই।
যশোরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আহসান হাবিবের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (জনসংযোগ ও মার্কেটিং) এম এম ফজলুল হক আরিফ, জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, স্কাউটসের কমিশনার (প্রোগ্রাম) মোহাম্মদ আতিকুজ্জামান, নির্বাহী পরিচালক উনু চিং, স্কাউটসের খুলনা অঞ্চলের কমিশনার রুহুল আমিন।
এতে স্বাগত বক্তব্য রাখেন স্কাউটসের খুলনা অঞ্চলের সম্পাদক ও আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আবুল খায়ের। অনুষ্ঠানে ২০১৭ সাল থেকে ২০১৯ সালের ৮টি গ্রুপে শাপলা কাব অ্যাওয়ার্ড ও ২০২০ সালের প্রেসিডেন্ট'স স্কাউটের ২৬৬ জনকে অ্যাওয়ার্ড প্রদান করেন অতিথিরা।