ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

৩৫ হাজার ইয়াবাসহ তৃতীয় লিঙ্গের ৮ সদস্য গ্রেপ্তার

৩৫ হাজার ইয়াবাসহ তৃতীয় লিঙ্গের ৮ সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২২ মে ২০২৩ | ১৫:১৮ | আপডেট: ২২ মে ২০২৩ | ১৫:২৩

৩৫ হাজার ইয়াবাসহ নারায়ণগঞ্জে তৃতীয় লিঙ্গের আট ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। গতকাল রোববার রাতে বন্দর উপজেলার মদনপুরের রাফি ফিলিং স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে বন্দর থানার মামলায় তাদের সবাইকে আজ সোমবার গ্রেপ্তার দেখানো হয়।

র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) স্কোয়াড্রন লিডার এ কে এম মুনিরুল আলম আজ দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলো– রফিক ওরফে ললিতা, রবি আলম ওরফে বিউটি, একরাম ওরফে পরীমনি, রবি আলম ওরফে প্রিয়া, মো. আল-আমিন ওরফে নিশি, রায়হান ওরফে আঁখি, সাবের ওরফে বিজলী ও ফারুক ওরফে রিয়ামনি।

র‍্যাব জানায়, তৃতীয় লিঙ্গের এসব সদস্য দেশের নানা জায়গায় ভ্রমণ করে। এর আড়ালে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে ইয়াবার বড় চালান নারায়ণগঞ্জ নিয়ে আসত তারা। পরে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের জেলায় সরবরাহ করত।

গতকাল রোববার রাতে তাদের কাছ থেকে জব্দ করা ৩৫ হাজার ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৫ লাখ টাকা বলে জানিয়েছে র‍্যাব।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর বলেন, এ ব্যাপারে র‍্যাবের পক্ষ থেকে মামলা করা হয়। এতে গ্রেপ্তার দেখিয়ে আটজনকে সোমবার বিকেলে আদালতে পাঠানো হয়।

আরও পড়ুন

×