সিলেট সিটি নির্বাচন
মনোনয়নপত্র জমা দিলেন জাপার মেয়র প্রার্থী বাবুল

সিলেট ব্যুরো
প্রকাশ: ২২ মে ২০২৩ | ১৬:২৬ | আপডেট: ২২ মে ২০২৩ | ১৬:২৬
সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) মনোনীত মেয়র পদপ্রার্থী নজরুল ইসলাম বাবুল মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ সোমবার সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার ফয়সল কাদেরের হাতে মনোনয়নপত্র জমা দেন তিনি।
পরে বাবুল সাংবাদিকদের জানান, তিনি মেয়র নির্বাচিত হলে ৪২টি ওয়ার্ডকে মাস্টার প্ল্যানের আওতায় নিয়ে আসবেন। সিলেটকে নান্দনিক মহানগরে রূপান্তর করবেন।
তিনি বলেন, নগরবাসী অতীতে মেয়রদের অপরিকল্পিত উন্নয়ন দেখেছেন। সরকার উন্নয়ন খাতে অনেক অর্থ বরাদ্দ করলেও সঠিক পরিকল্পনার কারণে নগরবাসী সুবিধা পাচ্ছেন না।
এ সময় জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন খালেদসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নির্বাচন বর্জনের ঘোষণা সাবেক কাউন্সিলর হাসুর
এদিকে সিলেট সিটি করপোরেশন নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন তিনবারের কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র দিনার খান হাসু। আজ সোমবার বিকেলে নগরীর মিরাবাজারের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে মহানগর বিএনপির সাবেক এই যুগ্ম সম্পাদক দলের সিদ্ধান্তে ভোট বর্জনের ঘোষণা দেন। দিনার খান হাসু ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।
তিনি জানান, দলের সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। বর্তমানে সিলেটে নির্বাচনের পরিবেশ নেই এবং ইভিএমের মাধ্যমে সুষ্ঠু ভোট হবে না বলেও দাবি করেন হাসু।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র ঋণবিষয়ক সহসম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ও মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী প্রমুখ।