ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

সুনামগঞ্জে কোয়ারেন্টাইনে থাকা বিদেশফেরত ব্যক্তির মৃত্যু

সুনামগঞ্জে কোয়ারেন্টাইনে থাকা বিদেশফেরত ব্যক্তির মৃত্যু

সুনামগঞ্জ ও ছাতক প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২০ | ০৬:৫৫ | আপডেট: ০২ এপ্রিল ২০২০ | ০৬:৫৬

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় হোম কোয়ারেন্টিনে থাকা জয়নাল আবেদীন (৪৯) নামের এক বিদেশফেরত ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় নিজ বাড়িতে মারা যান তিনি।

জয়নাল আবেদীনের বাড়ি উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের জলালপুর গ্রামে।

পরিবারিক সূত্রে জানা গেছে, জয়নাল আবেদীন প্রায় দুই বছর ওমানে ছিলেন। সর্বশেষ ওমানে দুই মাস জেল খেটে গত ১৮মার্চ দেশে ফিরে তিনি হোম কোয়ারেন্টিনে ছিলেন। বৃহস্পতিবার সকালে হঠাৎ করে আগেই তার মৃত্যু হয়।

জয়নাল আবেদীনের বড় বোন মরিয়ম বিবি জানান, ‘তার ভাইয়ের পেট ব্যথার অসুখ অনেক পুরোনো। এর বাইরে সর্দি, জ্বর, কাশি বা অন্য কোনো সমস্যা ছিল না।‘

দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, ‘প্রবাসী জয়নাল আবেদীনের করোনা ভাইরাস সংক্রমণের কোনো লক্ষণ ছিল না বলে পরিবারের লোকজন জানিয়েছেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। করোনার উপসর্গ না থাকায় পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হচ্ছে না।‘ 

আরও পড়ুন

×