সিলেট সিটি নির্বাচন
মেয়র আরিফের সঙ্গে দেখা করলেন জাপার বাবুল

মেয়র আরিফের সঙ্গে জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল। ছবি: সমকাল
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৯ মে ২০২৩ | ০৭:৩৩ | আপডেট: ২৯ মে ২০২৩ | ১০:৫৩
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আরিফুল হক চৌধুরীর সঙ্গে দেখা করেছেন জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী ও দলের কেন্দ্রীয় সদস্য নজরুল ইসলাম বাবুল। রোববার রাতে জাতীয় পার্টির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে নগরের কুমারপাড়া এলাকার ‘মেয়র হাউজে’ যান লাঙ্গল মার্কার প্রার্থী নজরুল ইসলাম বাবুল। ওই সময় তাকে স্বাগত জানান সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ও তার সহধর্মিণী শ্যামা হক চৌধুরী।
এর আগে রোববার সকালে আরিফুল হকের সঙ্গে দেখা করেন আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।
রোববার রাতে সাক্ষাতকালে জাতীয় পার্টির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শাখার আহ্বায়ক সাইফুদ্দিন খালেদ, মহানগর জাপার সদস্য সচিব আব্দুস শহীদ লস্কর বশির প্রমুখ।
আরিফুল হক চৌধুরী টানা দুই মেয়াদে মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। তার দল (বিএনপি) নির্বাচন বর্জন করার জন্য এবার প্রার্থী হননি আরিফ।