মোটরসাইকেল কিনতে বেরিয়ে যুবক নিখোঁজ

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ০২ এপ্রিল ২০২০ | ০৯:৩৩
মোটরসাইকেল কেনার জন্য এক লাখ টাকা নিয়ে রাতের আঁধারে ঘর থেকে বের হয়ে পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন এক যুবক।
তার নাম পারভেজ হোসেন (২৪)। তিনি চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের হারুনুর রশিদের ছেলে। নিখোঁজ যুবকের সন্ধান চেয়ে তার বাবা মঙ্গলবার বেগমগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
জিডি সূত্রে জানা যায়, পারভেজ পেশায় একজন রংমিস্ত্রি। তার বাড়ি চাটখিল উপজেলায় হলেও তিনি বেগমগঞ্জের আমান উল্যাপুর গ্রামে তার বড় বোন পারুলের বাড়িতে থাকতেন। শনিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে অজ্ঞাত ব্যক্তির মুঠোফোনে কল পেয়ে ঘর থেকে এক লাখ টাকা নিয়ে মোটরসাইকেল কেনার জন্য বাড়ি থেকে বের হয়ে যান। এরপর আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও পায়নি। পরিবারের ধারণা, পারভেজকে অপহরণ করে তার সঙ্গে থাকা এক লাখ টাকা নিয়ে তাকে হত্যা করে লাশ গুম করা হয়েছে।
চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, পারভেজ একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে চাটখিল থানায় ১৬টি মামলা রয়েছে। তার নিখোঁজ হওয়ার বিষয়টি তদন্ত করছে পুলিশ।