মাদ্রাসাছাত্রকে বাঁচাতে টমটম উল্টে প্রাণ গেল চালকের

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০১ জুন ২০২৩ | ০৬:৪৮ | আপডেট: ০১ জুন ২০২৩ | ০৬:৫২
কক্সবাজারের মহেশখালীতে মাহারাপাড়া এলাকায় সেতুর ওপর টমটম গাড়ি উল্টে চালক নিহত হয়েছেন। নিহত নুরুল হাশেম (৩৩) মহেশখালী ইউনিয়নের গোলগুলিপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মহেশখালী হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহফুজুর রহমান মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেতুর ওপর এক মাদ্রাসাছাত্রকে বাঁচাতে গিয়ে টমটম গাড়ি উল্টে যায়। এতে চালক মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী জানান, এ বিষয়ে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে।
এইচকে/
- বিষয় :
- সড়ক দুর্ঘটনা
- নিহত
- মহেশখালী