উন্নয়ন যাত্রা অব্যাহত রাখতে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই: প্রাণিসম্পদমন্ত্রী

উন্নয়ন সভায় বক্তব্য রাখছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী। ছবি-সমকাল
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ১০ জুন ২০২৩ | ০৩:৫১ | আপডেট: ১০ জুন ২০২৩ | ০৩:৫১
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বংলাদেশের উন্নয়ন যাত্রা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। এরশাদ, জিয়াউর রহমান ও খালেদা জিয়া সরকার মিলে যে উন্নয়ন করেছে তার দ্বিগুণ উন্নয়ন করেছে আওয়ামী লীগ সরকার। শেখ হাসিনা সরকার না থাকলে পদ্মা সেতু , অষ্টম চীন বাংলাদেশ মৈত্রী বেকুটিয়া সেতু ও পাঠগাতী সেতু হতো না।
শুক্রবার বিকেলে জেলার নাজিরপুর উপজেলার শ্রীরামাকাঠী ইউনিয়নের চৌঠাইমহল বাসস্ট্যান্ডে আয়োজিত উন্নয়ন সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমার কাছে একজন নেত্রী না তিনি আমার মায়ের স্থানে অধিষ্ঠিত শ্রদ্ধার পাত্র। ১/১১ এর সময় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন আটক হন তখন প্রথমদিন থেকে শেষদিন পর্যন্ত তার আইনজীবী হিসেবে ছিলাম। শুধু তার আইনজীবী না বঙ্গবন্ধু পরিবার ও দলীয় নেতাকর্মীর আইনজীবী হিসেবে পাশে ছিলাম। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি আমার পূর্ণ আস্থা ও বিশ্বাস আছে। তিনি আগামী সংসদ নির্বাচনে কোন দুর্নীতিবাজ ভূমিদুস্যকে মনোনয়ন দেবেন না। আমি কোন দুর্নীতি, টেন্ডারবাজী, ভূমিদখল করিনি। তাহলে আমি কেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্নেহ থেকে বঞ্চিত হবো।
শ্রীরামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন বেপারীর সভাপতিত্বে ওই উন্নয়ন সভায় আরও বক্তব্য রাখেন নাজিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, জেলা মৎস্যলীগের সভাপতি সিকদার মোহাম্মাদ চান, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক এস এম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক মাস্টার মনিরুজ্জামান আতিয়ার।
এ সময় বক্তারা উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরে বলেন, বিগত ৫০ বছরে নাজিরপুরে যে উন্নয়ন হয়নি তা বর্তমান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের আমলে হয়েছে। তাই নাজিপুরের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে তার বিকল্প নেই।
এর আগে মন্ত্রী প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) কর্তৃক উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলা সদরের মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল মিল্ক (দুধ) ফিডিং প্রোগ্রামের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, শেখ হাসিনা শুধু দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক করেননি, এই আধুনিক শিক্ষাকে গ্রহণ করতে শিশুদের মেধার বিকাশের প্রয়োজন আর তাই আদর্শ খাদ্য হিসেবে শিশুদের মাঝে বিনামূল্যে দুধ প্রদান করছেন।
/এসএইচ/