ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

২৩ সালে ২৩ লাখ গাছ লাগাবে চট্টগ্রাম জেলা প্রশাসন

২৩ সালে ২৩ লাখ গাছ লাগাবে চট্টগ্রাম জেলা প্রশাসন

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১১ জুন ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১২ জুন ২০২৩ | ০৬:০১

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট ডিসি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গত শনিবার বিকেলে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফকরুজ্জামান। এ দিন এই পার্কে পাঁচ শতাধিক গাছ রোপণ করা হয়। পার্কটিতে বিভিন্ন জাতের ১০ হাজার গাছ রোপণ করা হবে বলে জানা গেছে।

আসন্ন বর্ষা মৌসুমে জেলার ১৫টি উপজেলা এবং নগরীর ছয়টি রাজস্ব সার্কেলে মোট ২৩ লাখ ৭৯ হাজার বনজ, ফলদ, ভেষজ ও নান্দনিক গাছ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলা প্রশাসনের এ বৃক্ষরোপণ কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘২৩ সালে ২৩ লাখ’।

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, গাছের নামে চট্টগ্রামের যেসব স্থান রয়েছে, যেমন আমবাগান, কদমতলী, বটতলী, নিমতলা, তেঁতুলতলা– সেসব স্থানের নাম অনুযায়ী গাছ লাগানো হবে। এতে নামের সার্থকতা ফিরে আসবে এসব স্থানে।

খাস জায়গা, আশ্রয়ণ প্রকল্প, নদীর পাড়, সড়কের পাশ, শিক্ষাপ্রতিষ্ঠান, খেলার মাঠের চারপাশে, পতিত জমি, বসতবাড়ি ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বৃক্ষরোপণের স্থান নির্ধারণ করা হয়েছে।

ফৌজদারহাটের ডিসি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম, এনডিসি তৌহিদুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন

×