ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, ইউপি সদস্য গ্রেপ্তার

কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, ইউপি সদস্য গ্রেপ্তার

গ্রেপ্তার ইউপি সদস্য শহিদুল ইসলাম আবির। ছবি: সমকাল

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুন ২০২৩ | ১০:৪৫ | আপডেট: ১৩ জুন ২০২৩ | ১০:৪৫

সাতক্ষীরার শ্যামনগরে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে নিয়মিত প্রতারণার অভিযোগে শহিদুল ইসলাম আবির (৫০) নামের এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। 

এর আগে, ভুক্তভোগী কিশোরী শ্যামনগর থানায় তিনজনকে আসামি করে মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন- হাসানুল ইসলাম সামছুদ্দিন (৪০) ও আবু নাইম (২২)। তারা দাতিনাখালী গ্রামের শহিদুল্লাহ গাজী ও ফিরোজ সরদারের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গ্রেপ্তার আবির প্রায়ই ভুক্তভোগীকে উত্ত্যক্ত করতেন। এর একপর্যায়ে ২০২২ সালের ২৮ ডিসেম্বর রাতে ভুক্তভোগীকে জুসের সঙ্গে চেতনানাশক মিশিয়ে খাওয়ান ইউপি সদস্য। পরে তাকে ধর্ষণ ও ভিডিও ধারণ করা হয়। ধারণ করা ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে সামছুদ্দীন ও আবু নাইমও ভুক্তভোগীকে ধর্ষণ করেন। সাম্প্রতিক অন্য একজনের মাধ্যমে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। 

গ্রেপ্তার শহিদুল ইসলাম আবির ধর্ষণের কথা স্বীকার করে বলেন, আমাকে ফাঁসানোর জন্য বাড়িতে ডেকে গোপনে এ ভিডিও ধারণ করা হতে পারে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. নুরুল ইসলাম বাদল বলেন, প্রধান আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন

×