ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

হল থেকে জাবি ছাত্রলীগ নেতাকে বের করে দেওয়ার অভিযোগ

হল থেকে জাবি ছাত্রলীগ নেতাকে বের করে দেওয়ার অভিযোগ

জাবি প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুন ২০২৩ | ১৬:২০ | আপডেট: ১৩ জুন ২০২৩ | ১৬:২০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আল বেরুনী হল থেকে শাখা ছাত্রলীগের এক নেতাকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে আরেক নেতার বিরুদ্ধে। সোমবার রাতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ছাত্রলীগ নেতার নাম ইমরান আহমেদ। তিনি দর্শন বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী এবং শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

ইমরানের অভিযোগ, শাখা ছাত্রলীগের সহসভাপতি এনামুল হক এনামের নির্দেশে তাকে হল থেকে নামিয়ে দেওয়া হয়েছে। গত মার্চে এনামের নেতৃত্বে একটা বিদ্রোহী গ্রুপ পরীক্ষা নিয়ন্ত্রক অফিস অবরোধ করে। সেখানে তাদের গ্রুপে যোগ না দেওয়ায় তাকে বেশ কিছুদিন ধরেই হলের ব্লক ছেড়ে দিতে বলা হচ্ছিল।

সোমবার দুপুরেও তাঁকে কক্ষ ছাড়তে বলেন আসিফ আবির, খায়রুল এনাম নাহিদ। রাত ১টার দিকে তারা এসে বলেন, স্বেচ্ছায় কক্ষ না ছাড়লে তারা ছাড়তে বাধ্য করবেন। রাত তিনটার দিকে আবারও তাঁর রুমে আসেন তারা। পাঁচ মিনিটের সময় দিয়ে তারা বলেন, ‘এই রুম আমাদের। তোমার কারণে আমাদের প্রাইভেসি নষ্ট হচ্ছে। তুমি এখানে থাকতে পারবা না’।

এ সময় ইমরানের জিনিসপত্র বের করতে জুনিয়রদের আদেশ দেন তারা। বাধা দিলে তাঁকেও টেনেহিঁচড়ে বেডসহ কক্ষের বাইরে বের করে দেন বলে অভিযোগ করেন তিনি।

ইমরানকে হল থেকে বের করার নির্দেশ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন এনামুল হক এনাম। তিনি বলেন, কিছুদিন ধরেই তার সঙ্গে আমাদের মতপার্থক্য তৈরি হয়। ব্লকের সবাই একদিকে, সে একদিকে। জুনিয়ররাও তাকে চায় না। জুনিয়রা মিলে তাকে নেমে যেতে বলেছে। আমার ওপর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, বিষয়টা দেখছি। কেউ সংগঠনবিরোধী কাজে যুক্ত থাকলে, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

আল বেরুনী হলের প্রাধ্যক্ষ সিকদার মো. জুলকারনাইন বলেন, এ বিষয়ে তাঁর কাছে কেউ অভিযোগ করেনি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান।

আরও পড়ুন

×