ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৩ জুন ২০২৩ | ১৬:৩৪ | আপডেট: ১৩ জুন ২০২৩ | ১৬:৩৪

জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের ক্যাশ অফিসার রেশমা আকতারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগও আনা হয়েছে।

মঙ্গলবার দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি করেন ওই কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদা আকতার।

আসামি রেশমা আকতার মীরসরাই থানার পদুয়া গ্রামের রেজাউল করিমের স্ত্রী। 

দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক মো. নাজমুচ্ছায়াদাত মামলা রেকর্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, রেশমা ২০১৯ সালের ১৫ মে দুদকে সম্পদ বিবরণী জমা দেন। সেখানে স্থাবর-অস্থাবর মিলিয়ে তার ৮৬ লাখ ২৫ হাজার ৭৫৭ টাকার সম্পদ আছে বলে জানান। কিন্তু যাচাইকালে দুদক তার ৯৪ লাখ ১১ হাজার ৯০২ টাকার সম্পদের তথ্য পায়।

এ ছাড়া রেশমা তার সম্পদ বিবরণীতে ৭ লাখ ৮৬ হাজার ১৪৫ টাকার সম্পদ কম দেখান। এর পাশাপাশি তিনি ৯ লাখ ৪১ হাজার ৪২০ টাকার পারিবারিক ও অন্যান্য ব্যয় দেখিয়েছেন।

অনুসন্ধানে পারিবারিক ও অন্যান্য ব্যয়সহ তার এক কোটি ৩ লাখ ৫৩ হাজার ৩২২ টাকার সম্পদ অর্জনের তথ্য পায় দুদক।

সম্পদের বিপরীতে রেশমা তার গ্রহণযোগ্য আয় ৭৯ লাখ ১৫ হাজার ৫১৮ টাকা বলে উল্লেখ করেছিলেন। কিন্তু যাচাইকালে তার বিবরণীতে ২৪ লাখ ৩৭ হাজার ৮০৪ টাকা আয়ের উৎস কম পাওয়া যায়। দুদক জানিয়েছে, এসব অর্থ তিনি জ্ঞাত আয় বর্হিভূতভাবে অর্জন করেছেন।

আরও পড়ুন

×