আদালতের নির্দেশেও সরেনি প্রবেশপথের প্রতিবন্ধকতা

বাড়িতে ঢোকার রাস্তা টিনের ঘর ও কাঁটাতার দিয়ে বন্ধ। ছবি-সমকাল
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুন ২০২৩ | ১৮:০০
বড়লেখার নিজবাহাদপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামে এক প্রবাসীর বাড়িতে ঢোকার রাস্তা টিনের ঘর ও কাঁটাতার দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালী প্রতিবেশীর বিরুদ্ধে।
দৌলতপুর গ্রামের মোস্তাক আহমদের তিন ভাই ও এক বোন ইউরোপ প্রবাসী। বাড়িতে বৃদ্ধ মা এবং স্ত্রী-সন্তানদের নিয়ে বসবাস করেন তিনি। তাঁরাসহ আশপাশের চার-পাঁচটি পরিবারের লোকজন আংশিক রেকর্ডীয় ব্যক্তিমালিকানাধীন রাস্তা দিয়ে যার যার বসতবাড়িতে যাতায়াত করেন। ২২ মে রাস্তাসংলগ্ন এক জমির মালিক সমছুল হক ও তাঁর লোকজন ওই পরিবারের বসতবাড়ির প্রবেশমুখে টিনের ঘর নির্মাণ করেন। অপর অংশ কাঁটাতার দিয়ে আটকে দেন।
স্থানীয়রা জানান, অনেক দিন ধরেই পরিবারটি এই রাস্তা ব্যবহার করছে। আশপাশের বাড়ির লোকজনও চলাচল করে। হঠাৎ এভাবে রাস্তা বন্ধ করে দেওয়া বেআইনি ও অমানবিক কাজ। আদালতের নির্দেশের দুই সপ্তাহ পরও পুলিশ তা অপসারণ না করায় ভুক্তভোগীরা ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন।
মোস্তাক আহমদ গত ১ জুন বড়লেখা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি পিটিশন মামলা করেন। শুনানি শেষে আদালত রাস্তার প্রতিবন্ধকতা অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ওসিকে নির্দেশ দেন।
অভিযুক্ত জামিল আহমদ ও আব্দুল মুতলিব জানান, এই ভূমি তাঁদের মামা সমছুল হকের। প্রয়োজন পড়ায় তাঁরা সেখানে ঘর নির্মাণ করেছেন।