ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

এলাকাবাসীর টাকায় ১৮০ ফুট সাঁকো

এলাকাবাসীর টাকায় ১৮০ ফুট সাঁকো

মাদারগঞ্জের জোড়খালীতে ফুলারপাড়া নদীর ওপর সাঁকো নির্মাণ-সমকাল

মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

প্রকাশ: ১৭ জুন ২০২৩ | ১৮:০০

মাদারগঞ্জ উপজেলার ফুলারপাড়া নদীর ওপর সেতু না থাকায় দীর্ঘদিন দুর্ভোগে ছিলেন স্থানীয়রা। জনপ্রতিনিধিরা দুর্ভোগের বিষয়টি আমলে না নেওয়ায় নিজেদের উদ্যোগে ১৮০ ফুট বাঁশের সাঁকো নির্মাণ করছেন তাঁরা। গত ১২ জুন সকাল থেকে চলছে এই সাঁকো নির্মাণের কাজ।

ফুলারপাড়া গ্রামের আয়না সরদার ও মনির হোসেন জানান, সরকারিভাবে সেতু নির্মাণ না হওয়ায় চলাচলে ভোগান্তির মধ্যে ছিলেন এলাকাবাসী। তাই নিজেদের টাকা খরচ করেই ফুলারপাড়া নদীর ওপর একটি সাঁকো নির্মাণ
করছেন তাঁরা।

জোড়খালী ইউপি চেয়ারম্যান সুজা মিয়ার দাবি, ফুলারপাড়া গ্রামের নদীটির ওপর সেতু না থাকায় প্রতিবছর ইউনিয়ন পরিষদের অর্থ দিয়ে বাঁশের সাঁকো নির্মাণ করে দেওয়া হয়। কিন্তু এবার এলাকাবাসী পাকা সেতু দাবি করে আসছিলেন। তবে সরকারি বরাদ্দ ছাড়া পরিষদের অর্থ দিয়ে সেতু নির্মাণ সম্ভব নয়। 

আরও পড়ুন

×