চা বিক্রেতা নারীকে দলবদ্ধ ধর্ষণ

মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
প্রকাশ: ১৮ জুন ২০২৩ | ১৮:০০
মাদারগঞ্জে চা বিক্রেতা নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে থানায় মামলা করা হয়েছে। রোববার থানায় মামলাটি করেন ভুক্তভোগী চা বিক্রেতা। এ ঘটনায় আসলাম (৫৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে ১৬ জুন আদারভিটা ইউনিয়নের একটি মোড়ে চা বিক্রির সময় এই ধর্ষণের ঘটনা ঘটে বলে এজাহারে উল্লেখ করা হয়। মামলার সত্যতা নিশ্চিত করেছেন মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম।
এজাহারে বলা হয়, ঘটনার দিন দোকানে চা বিক্রি করছিলেন ওই নারী। এ সময় দুই কাপ চা দিতে বলেন সেলিম নামে এক ব্যক্তি। পরে চা দিতে গেলে তাঁকে ধর্ষণ করে সেলিম ও অজ্ঞাতনামা এক ব্যক্তি। পরে ঘটনাটি স্থানীয় আসলামকে জানালে সেও ধর্ষণ করে।
মাদারগঞ্জ থানার ওসি মাহবুবুল হক বলেন, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। সেই সঙ্গে ধর্ষণের শিকার নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। মামলার তদন্ত চলছে।
- বিষয় :
- দলবদ্ধ ধর্ষণ
- ধর্ষণ
- মাদারগঞ্জ