স্বেচ্ছাশ্রমে কবরস্থানে যাওয়ার সড়ক নির্মাণ

টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক নির্মাণ করছেন এলাকাবাসী সমকাল
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুন ২০২৩ | ১৮:০০ | আপডেট: ২০ জুন ২০২৩ | ০৫:৫৯
জানা গেছে, উপজেলার কোকডহরা ইউনিয়নের সাভার পূর্বপাড়া সামাজিক কবরস্থানটি দীর্ঘদিনের পুরনো। যাতায়াতের রাস্তা না থাকায় মরদেহ গোরস্তানে নিয়ে যেতে স্থানীয়দের ভোগান্তির শিকার হতে হয়। বর্ষা মৌসুমে নৌকা ছাড়া কবরস্থানে যাওয়ার উপায় নেই। এলাকাবাসী ১৫ বছর ধরে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে অনুরোধ করেও কোনো সুফল পাননি।
গত রোববার এলাকায় গিয়ে দেখা যায়, স্থানীয় শতাধিক লোক পাশের খাল থেকে মাটি কেটে সড়ক বাঁধছেন। কেউ মাটি কেটে টুকরি ও সিলভারের ডিশে ভরে দিচ্ছেন, কেউ টুকরি ও ডিশ মাথায় করে মাটি বয়ে নিয়ে যাচ্ছেন।
স্বেচ্ছাশ্রমে কাজে অংশ নিয়েছেন আতিকুর রহমান, ওমর আলী, সাহেব আলী, দুলাল মিয়া, ফরিদ উদ্দিন, লুৎফর রহমান, হুরমুজ আলী, রফিকুল ইসলামসহ শতাধিক ব্যক্তি। তাঁদের ভাষ্য– ভোটের সময় এলেই স্থানীয় প্রার্থীরা প্রতিশ্রুতি দেন; কিন্তু ভোট চলে গেলে ভুলে যান। সড়ক নির্মাণ করার জন্য জনপ্রতিনিধিদের কাছে বারবার অনুরোধ করলেও কেউ কথা রাখেননি।
কবরস্থান কমিটির সভাপতি আলীম উদ্দিন জানান, তাঁদের এলাকায় চার শতাধিক পরিবার রয়েছে। তারা স্থানীয় জনপ্রতিনিধিদের অনুরোধ করেও কোনো সাড়া পাননি। বাধ্য হয়ে গ্রামের লোকজন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সড়কটি নির্মাণে এগিয়ে এসেছেন। প্রত্যেকের হাজিরা ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। কেউ টাকা দিচ্ছেন, কেউবা শ্রম দিয়ে টাকা পরিশোধ করছেন।
কোকডহরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য বাছেদ মিয়া জানান, এ সড়কটি নির্মাণে তারও প্রতিশ্রুতি ছিল। নির্বাচিত হওয়ার পর তিনি একটি প্রকল্প ইউনিয়ন পরিষদে দিয়েছেন। অনুমোদনের অপেক্ষার মাঝেই এলাকার লোকজন সড়কের কাজ শুরু করে দিয়েছেন।
কোকডহরা ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, কবরস্থানের সড়কটি তাদের প্রকল্প তালিকায় রয়েছে। বরাদ্দ পেলে কাজ শুরু করার কথা রয়েছে। এরই মধ্যে গ্রামের লোকজন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ শুরু করেছেন। এটা খুবই ভালো দিক। প্রকল্প অনুমোদন হলে কবরস্থানের উন্নয়ন করা হবে।
- বিষয় :
- স্বেচ্ছাশ্রম
- সড়ক নির্মাণ