সুরমা নদীর পানি বিপদসীমার ওপর

বড় হাওরের কিছু বাঁধ কেটে দিয়ে পানি ঢোকানো হচ্ছে
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২০ জুন ২০২৩ | ০৭:০০ | আপডেট: ২০ জুন ২০২৩ | ০৮:২০
সুনামগঞ্জে হাওরের চেয়ে নদীর পানি এখন বেশি। তবে এখনও জেলার কেবল ছাতক ছাড়া নদীর সব ক’টি পয়েন্টে বিপদসীমার নিচ দিয়ে যাচ্ছে পানি। ছাতকে সুরমা নদীর পানি ৮০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সেখানকার কোনো সড়কে বা ঘরবাড়িতে পানি ওঠেনি। কিংবা কোনো এলাকার লোকজন পানিবন্দি হওয়ার খবরও পাওয়া যায়নি।
মঙ্গলবার সকাল নয়টায় সুনামগঞ্জ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া সুরমা নদীর পানি বিপদসীমার ৫৫ সেন্টিমিটার নিচ দিয়ে যাচ্ছিল। এছাড়া দিরাইয়ে সুরমা নদীর পানি বিপদসীমার ১৪৩ সেন্টিমিটার নিচ দিয়ে এবং ভারতের আসাম থেকে নেমে আসা পাহাড়ি নদী যাদুকাটার পানিও ১৯৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বেলা ১১টায় জানিয়েছেন, এ বছর বর্ষার বৃষ্টি সুনামগঞ্জসহ হাওরাঞ্চলে এবং ভারতের মেঘালয়েও দেরিতে শুরু হয়েছে। এ কারণে হাওরগুলো পানি শূন্য ছিল।
তিনি জানান, ১৪ জুন থেকে এপারে ও মেঘালয়ে বৃষ্টি হচ্ছে। এজন্য হাওরের রেগুলেটর খুলে দেওয়া হয়েছে। বড় হাওরের কিছু বাঁধ কেটে দিয়ে পানি ঢোকানো হচ্ছে। হাওরের ৪৫ ভাগ অংশে পানি ঢুকেছে। এক্ষেত্রে আগামী কয়েকদিন বৃষ্টি হলেও লোকালয়ে বন্যা দীর্ঘস্থায়ী হবার আশঙ্কা নেই, স্বল্পমেয়াদি হতে পারে।