ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ: অভিযুক্ত ২ জনকে পুলিশে দিলেন বাবা-মা

স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ: অভিযুক্ত ২ জনকে পুলিশে দিলেন বাবা-মা

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২১ জুন ২০২৩ | ০৫:২১ | আপডেট: ২১ জুন ২০২৩ | ০৯:৩৬

নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্বামীকে গাছে বেঁধে তার স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার ৬ দিন পর অভিযুক্ত ২ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন তাদের মা-বাবা।

মঙ্গলবার রাতে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৌলভীবাজার থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ থানায় নিয়ে যায়।

গ্রেপ্তার দুজন হলেন, মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের একরামুল হকের ছেলে রিয়াদ (৩০) ও মুছাপুর ক্লোজারের রেগুলেটর মোড়ের আলাউদ্দিনের ছেলে জালাল উদ্দিন (২৮)।

তবে মামলার প্রধান আসামি মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নুর নবীর ছেলে জাহাঙ্গীরকে (৩৫) এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এর আগে গত ১৪ জুন স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন ওই গৃহবধূ। এ ঘটনায় ১৮ জুন তিনজনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগীর স্বামী।

মামলার এজাহারে বলা হয়, ১৪ জুন নোয়াখালীর সুধারাম থানা এলাকা থেকে মোটরসাইকেলে মুছাপুরের রেগুলেটর এলাকায় ঘুরতে যান ওই নবদম্পতি। এ সময় জাহাঙ্গীর, রিয়াদ ও জালাল ছুরি-লাঠি নিয়ে তাদের ভয়ভীতি দেখান। এরপর বাগানের ভেতরে নিয়ে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণ করে তারা। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়।

মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.আইয়ুব আলী বলেন, রিয়াদ ও জালালকে তাদের পরিবারের সদস্যরা আটক করে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন, ধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। দু'জনই মামলার এজাহারভুক্ত আসামি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন

×