ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

উত্ত্যক্ত করায় পরীক্ষা দেওয়া হলো না স্কুলছাত্রীর

উত্ত্যক্ত করায় পরীক্ষা দেওয়া হলো না স্কুলছাত্রীর

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ২১ জুন ২০২৩ | ১৮:০০

বরিশালের আগৈলঝাড়ায় যুবকের উত্ত্যক্তের কারণে এক স্কুলছাত্রী পরীক্ষা দিতে পারেনি বলে অভিযোগ পাওয়া গেছে। তবে অভিযুক্ত যুবক তাঁর বিরুদ্ধে এ অভিযোগ মিথ্যা বলে দাবি করেন। 


জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিলেন একই ইউনিয়নের চেঙ্গগুটিয়া গ্রামের সোহেল রশিদের ছেলে সালমান রশিদসহ (২০) তিনজনের একটি দল। তাঁকে একাধিকবার নিষেধ করা হলেও প্রভাবশালী হওয়ায় কারও কথা শোনেননি সালমান। গত মঙ্গলবার রাতে স্কুলছাত্রী তার এক আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়ির কাছে এলে সালমান তার হাত ধরে টানাটানি করে। এ সময় মেয়েটি চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে এসে ধাওয়া করে সালমানকে ধরে মারধর করেন। এ সময় তাঁর সহযোগী দু’জন পালিয়ে যান। এ ঘটনার পর বখাটেদের আতঙ্কে ওই স্কুলছাত্রী বুধবার ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা দিতে বিদ্যালয়ে যেতে পারেনি।  


অভিযুক্ত যুবকের পরিবার মঙ্গলবার রাতে স্থানীয় হাবিব হাওলাদার, মিনহাজ হাওলাদারসহ সাতজনের বিরুদ্ধে থানায় মারধর ও স্বর্ণের চেইন নিয়ে যাওয়ার লিখিত অভিযোগ করে।


অভিযুক্ত সালমান রশিদ বলেন, তাঁরা শত্রুতার জেরে তাঁকে মারধর করেছেন। সেখানে মেয়েটিকে কেন্দ্র করে কোনো ঘটনা ঘটেনি।  


থানার এসআই আবু সালেহ ঘটনাস্থল পরিদর্শন করে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন। এ ব্যাপারে মেয়েটির বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ওই ছাত্রী কেন পরীক্ষা দিতে আসতে পারেনি তা তার পরিবারের পক্ষ থেকে কেউ তাঁদের জানায়নি। জানালে তাঁরা পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করতেন।


এসআই আবু সালেহ বলেন, উত্ত্যক্তের ঘটনায় স্কুলছাত্রীর পরিবার থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×