এমসি কলেজে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

ফাইল ছবি
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৩ জুন ২০২৩ | ১৪:৩১ | আপডেট: ২৩ জুন ২০২৩ | ১৪:৩১
সিলেটের মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। আহত ওই শিক্ষার্থী ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থী হলেন, শামসুল হুদা ইমরান। তিনি ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।
অভিযুক্ত সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাহিন তালুকদার বলেন, দুই ছোট ভাইয়ের মধ্যে ঝামেলা হয়েছিল। সমাধান না করতে পেরে দুজনকেই থাপ্পড় দিয়েছি। তবে আমি কলেজ ছাত্রাবাসে থাকি না।
আহত ইমরান জানান, বৃহস্পতিবার রাতে হোস্টেলে ফেরার পথে পঞ্চম ব্লকের পাশে এক শিক্ষার্থীর সঙ্গে বহিরাগত কয়েক যুবককে কথা কাটাকাটি হচ্ছিল। এ ঘটনার প্রতিবাদ করায় বহিরাগত ওই যুবকরা তাকে মারধর করে। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাহিন তালুকদার ও ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন রাহীসহ কয়েকজন বহিরাগত তাকে মারধর করেন বলে জানান শিক্ষার্থী শামসুল।
এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজ জানান, তিনি বিষয়টি শুনেছেন। কে বা কারা সেখানে ছিল তা জানেন না। তবে, কলেজ খুললে বিষয়টি দেখবেন।
এ বিষয়ে শুক্রবার শাহপরান (রহ.) থানার ওসি আবুল খায়ের সমকালকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ওই সময় সেখানে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- সিলেট
- এমসি কলেজ
- শিক্ষার্থীকে মারধর
- ছাত্রলীগ