ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ইমরানের

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ইমরানের

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুন ২০২৩ | ১২:৪৬ | আপডেট: ২৫ জুন ২০২৩ | ১২:৪৬

পটুয়াখালীর দশমিনায় নদীতে পড়ে যাওয়া স্ত্রী-সন্তানের জীবন বাঁচাতে গিয়ে প্রাণ দিয়েছেন মো. ইমরান হোসেন (৩৫) নামে এক ব্যক্তি। তিনি বরিশালের বগুড়া রোডের মুন্সি গ্যারেজ এলাকার মো. আহসান উল্লাহ জাহাঙ্গীরের ছেলে এবং ডাচ্-বাংলা মোবাইল ব্যাংকের এজেন্ট হিসেবে কর্মরত ছিলেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ইমরান তার স্ত্রী ফারহান মুনি (৩০) ও মেয়ে ইলসাকে (৭) নিয়ে দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়নের খলিশাখালী গ্রামের মোল্লাবাড়িতে দাদাশ্বশুরবাড়ি বেড়াতে আসেন। শনিবার সন্ধ্যায় বাড়ির পাশে সুতাবাড়িয়া নদীতে ঘুরতে যান তারা।

এ সময় মেয়ে ইলসা নদীতে নেমে পা ধোয়ার সময় ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যায়। মেয়েকে বাঁচাতে মা ফারহান মুন্নি নদীতে ঝাঁপ দেন। এ সময় স্ত্রী ও মেয়েকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেন সাঁতার না জানা ইমরান। পরে মা-মেয়েকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ হন ইমরান।

খবর পেয়ে দশমিনা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা রাতভর অভিযান চালান। পরে রোববার সকালে ইমরানের লাশ উদ্ধার করেন তারা। এ ঘটনায় ইমরানের স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

দশমিনা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মো. তরিকুল ইসলাম বলেন নদীতে তীব্র স্রোতের কারণে ইমরানের লাশ খুঁজতে বেশ বেগ পেতে হয়েছে।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন তালুকদার বলেন, কোনো অভিযোগ না থাকায় ইমরানের লাশ উদ্ধারের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

×