ফরিদপুরে অ্যাম্বুলেন্স বিস্ফোরণ: শোক জানালেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান

ফরিদপুর অফিস
প্রকাশ: ২৬ জুন ২০২৩ | ১৬:৩৭ | আপডেট: ২৬ জুন ২০২৩ | ১৬:৩৭
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রামে শনিবার অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের সাত সদস্যসহ আটজন নিহত হওয়ার ঘটনায় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান।
সোমবার দুপুরে বোয়ালমারী উপজেলার মাইট কুমড়া ও ফেলান নগর গ্রামে উপস্থিত হয়ে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাংসদ মো. আব্দুর রহমান। এসময় তিনি গভীর শোক প্রকাশ করেন। এ ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বলে জানান তিনি।
নিহতদের রুহের মাগফেরাত কামনা করে তিনি বলেন, এই শোক প্রকৃতপক্ষে সহ্য করার মতো নয়। সৃষ্টিকর্তা এই শোক সহ্য করার ক্ষমতা দিন।
এ সময় প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুর রহমানের সঙ্গে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।