সৌদির সঙ্গে মিল রেখে রৌমারী-রাজীবপুরে ঈদ উদযাপন

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৮ জুন ২০২৩ | ১৫:৫০ | আপডেট: ২৮ জুন ২০২৩ | ১৫:৫০
রাজীবপুর উপজেলার সদর ইউনিয়নের পূর্ব করাতিপাড়া গ্রামে ঈদের জামাতে ইমামতি ও খুতবা পাঠ করেন মো. আদিল। তিনি বলেন, দীর্ঘ দিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে এ গ্রামের মুসল্লিরা ঈদ উদযাপন করে আসছেন। এরই ধারাবাহিকতায় আজ ঈদের নামাজ আদায় করেন স্থানীয় মুসল্লিরা।
নামাজে আসা উপজেলার সদর ইউনিয়নের পূর্ব করাতিপাড়া গ্রামের বাসিন্দা জহুরুল ইসলাম, ইউনূছ আলী, সাহেব আলী ও আব্বাস উদ্দিন বলেন, আমাদের পূর্বপুরুষরাও সৌদির সঙ্গে মিল রেখে পবিত্র ঈদের নামাজ আদায় করতেন। আমরাও তা রক্ষা করে আসছি।
এদিকে রৌমারীর শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া গ্রামের আব্দুল গফুর, মজিবর রহমান, আব্দুল খালেক ঈদের নামাজ শেষে জানান, দীর্ঘদিন থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারা ঈদের নামাজ আদায় করেন এবং রোজা রাখেন।
এসব গ্রামের মানুষ নামাজ শেষে কোরবানির পশু জবাই করে ঈদুল আজহার আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেন।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপ কুমার সরকার বলেন, সৌদির সঙ্গে মিল রেখে সকাল সাড়ে ৮টায় ঈদ উদযাপন করেছেন স্থানীয় মুসল্লিরা। এ জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হয়েছে।
- বিষয় :
- ঈদুল আজহা
- পশু কোরবানি
- ঈদ উদযাপন
- রংপুর
- কুড়িগ্রাম