ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে প্রাণ গেল কিশোরের

ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে প্রাণ গেল কিশোরের

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুন ২০২৩ | ১৬:৪১ | আপডেট: ২৯ জুন ২০২৩ | ১৬:৪১

নীলফামারী ডোমারে ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে মিনারুল ইসলাম (১৭) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের প্রধানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিনারুল উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের বেতগাড়া গ্রামের শমসের আলীর ছেলে।

স্থানীয়রা জানান, আজ সকালে ট্রেনের একটি ইঞ্জিন বোড়াগাড়ীর প্রধানপাড়া এলাকায় পৌঁছায়। এ সময় মিনারুল ইসলাম ট্রেনের ইঞ্জিন দেখে দ্রুত রেললাইন পার হতে গিয়ে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

×