ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

উচ্চ শিক্ষা অর্জনে শিক্ষার্থীদের সহায়তা করা হবে: ছাত্রলীগ সভাপতি

উচ্চ শিক্ষা অর্জনে শিক্ষার্থীদের সহায়তা করা হবে: ছাত্রলীগ সভাপতি

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ০১ জুলাই ২০২৩ | ১৬:৪২ | আপডেট: ০১ জুলাই ২০২৩ | ১৬:৪২

পঞ্চগড়ের মেধাবী শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের যে কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলে ভর্তি, হলে সিট প্রদানসহ উচ্চ শিক্ষা অর্জনে সব ধরনের সহায়তা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। 

শনিবার বিকেলে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে ‘ইউথস টক উইথ সাদ্দাম হোসেন’ শিরোনামে তরুণদের সঙ্গে এক মুখোমুখি অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, জীবনমুখী লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের ইতিবাচক কর্মকাণ্ডে এগিয়ে আসতে হবে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগ সভাপতি আবু মো. নোমান হাসান, সাধারণ সম্পাদক সাদমান সাকিব পাটোয়ারি প্লাবন, কেন্দ্রীয় ও জেলা ছাত্রলীগ নেতাকর্মীসহ জেলার বিভিন্ন স্কুল, কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

আরও পড়ুন

×