ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

হত্যা মামলায় এমপিসহ ২০ জনের নাম অন্তর্ভুক্তির আবেদন

হত্যা মামলায় এমপিসহ ২০ জনের নাম  অন্তর্ভুক্তির আবেদন

নিহত উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খান। ফাইল ছবি

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুলাই ২০২৩ | ১৮:০০ | আপডেট: ০৫ জুলাই ২০২৩ | ০৩:২৩

নরসিংদীর শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলায় এমপিসহ ২০ জনের নাম অন্তর্ভুক্তির আবেদন করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের মহাপরিদর্শকসহ বিভিন্ন দপ্তরে এই আবেদন করেন মামলার বাদী আমিনুর রশিদ খান তাপস।

আবেদনে স্থানীয় সংসদ সদস্য (এমপি) জহিরুল হক ভূঁইয়া মোহন, আসাদুজ্জামান, জুনায়েদুল হক ভূঁইয়া, ফরহাদ আলম ভূঁইয়া, দেলোয়ার হোসেন ভূঁইয়া, সৈয়দ মাসুদ পারভেজ, ফারুক খান, সিরাজ মিয়া, বাদল মিয়া আশরাফুল ইসলাম রিপন, সুমন, আমান উল্লাহ ভূঁইয়া, রাকিবুল ইসলাম ইরফান, কাউছার মিয়া, শাহাদত হোসেন, সেলিম, সজিব মোল্লা, আরমান পাশা, শাওন খান ও বাবুল মিয়াকে এই হত্যা মামলায় আসামি করার অনুরোধ করা হয়।

আবেদনে জানানো হয়, গত ২৫ ফেব্রুয়ারি সকাল সোয়া ৬টার দিকে শিবপুর পৌর এলাকার বাজার সড়কে নিজের বাড়িতে গুলিবিদ্ধ হন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ খান। ঘটনার পর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর পিঠে বিদ্ধ দুটি গুলি বের করা হয়। হামলার দুই দিন পর ছয়জনের নামে শিবপুর থানায় মামলা করেন উপজেলা চেয়ারম্যানের ছেলে আমিনুর রশীদ খান তাপস। এই আসামিরা হলেন– পুটিয়া ইউনিয়নের কামারগাঁও এলাকার আরিফ সরকার, পূর্ব সৈয়দনগর এলাকার মহসীন মিয়া, কামারগাঁও এলাকার ইরান মোল্লা, মুনসেফেরচর এলাকার শাকিল, কামারগাঁও এলাকার হুমায়ুন ও নরসিংদী শহরের ভেলানগর এলাকার গাড়িচালক নূর মোহাম্মদ।

তবে তাপসের এসব অভিযোগ মিথ্যা আখ্যা দিয়ে সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন বলেন, ‘মরহুম উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ খান ছিলেন আমার পিতৃতুল্য অভিভাবক। তাঁর মৃত্যুতে আমিও ব্যথিত।’ সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এই হত্যাকাণ্ডের প্রকৃত খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার দাবি জানিয়েছেন তিনি। তাঁর দাবি, এ হত্যাকাণ্ডটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একটি চিহ্নিত মহল ষড়যন্ত্র করছে।

আরও পড়ুন

×