ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ম্যালেরিয়া ও জন্ডিসে আক্রান্ত হয়ে রাবি ছাত্রের মৃত্যু

ম্যালেরিয়া ও জন্ডিসে আক্রান্ত হয়ে রাবি ছাত্রের মৃত্যু

মোজাহিদ হাসান জনি

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৫ জুলাই ২০২৩ | ১০:৫৬ | আপডেট: ০৫ জুলাই ২০২৩ | ১০:৫৬

ম্যালেরিয়া ও জন্ডিসে আক্রান্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের শিক্ষার্থী মোজাহিদ হাসান জনি মারা গেছেন। মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বুধবার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি অধ্যাপক হাসিবুল আলম প্রধান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মোজাহিদ হাসান জনি আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায়।

অধ্যাপক হাসিবুল আলম প্রধান জানান, গ্রীষ্ম ও ঈদের ছুটিতে জনি বাসায় গিয়েছিলেন। সেখানে প্রথমে ম্যালেরিয়া এবং পরে জন্ডিসে আক্রান্ত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, বুধবার জানাজা শেষে পলাশবাড়ী উপজেলার নিজ গ্রামে জনির মরদেহ দাফন করার কথা রয়েছে।

/এসআর/

আরও পড়ুন

×